সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশিসহ ২৬ জন আটক

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ১৭ এপ্রিল, ২০২৪

বৈধ কাগজপত্র না থাকায় ২৩ বাংলাদেশিসহ ২৬ জন অভিবাসী আটক হয়েছেন মালয়েশিয়ায়। দেশটির জোহরবারু প্রদেশে ১৫টি দোকানে অভিযান চালিয়ে অভিবাসীদের আটক করে ইমিগ্রেশন বিভাগ।

বুধবার (১৭ এপ্রিল) ইমিগ্রেশন পরিচালক বাহারউদ্দিন তাহির বলেন, সেখানে অনেক অবৈধ অভিবাসী বসবাস করছেন। স্থানীয়দের কাছ থেকে গোপন তথ্য পেয়ে মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানে মোট ১১৫ জন বিদেশিকে তল্লাশি করা হয়। তার মধ্য থেকে ২৬ জনের কাছে বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। পরে সন্দেহভাজন হিসেবে অভিবাসন আইনের (অ্যাক্ট ১৫৫) অধীনে আটক করা হয় তাদের। আটকদের মধ্যে বাংলাদেশের ২৩ জন ছাড়াও ভারতের দুজন এবং ইন্দোনেশিয়ার একজন রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১ মার্চ থেকে অবৈধ অভিবাসীদের ৫০০ রিঙ্গিত জরিমানার বিনিময়ে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দিচ্ছে মালয়েশিয়া সরকার। তবে এর মাঝেও ধরপাকড় অভিযান চলছে দেশটিতে।

 

একুশে সংবাদ/আ.টি/সা.আ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর