সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রাশিয়ার ছোড়া ১৪টি ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৫২ পিএম, ১০ এপ্রিল, ২০২৪

রাশিয়ার ছোড়া ১৪টি ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের। ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার দাবি করেছেন, দেশটির দক্ষিণাঞ্চলে ১৭টি ড্রোন ও একাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে রাশিয়া। এর মধ্যে ১৪টি ড্রোন ও দুটি গাইডেড এয়ার মিসাইল ভূপাতিত করেছে ইউক্রেনের বিমানবাহিনী।

বুধবার (১০ এপ্রিল) বাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশ্চুক এই দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টেলিগ্রামে ওলেশ্চুক বলেছেন, রাশিয়া দুটি ইস্কান্দার-কে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও একটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে। তবে এগুলোর পরিণতি কী হয়েছে তা সম্পর্কে কিছু জানাননি তিনি।

তিনি বলেছেন, কৃষ্ণ সাগরীয় বন্দর ওডেসাকে লক্ষ্য করে রাশিয়ার ছোড়া দুটি কেএইচ-৫৯ গাইডেড এয়ার মিসাইল ভূপাতিত করা হয়েছে।

ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড টেলিগ্রামে জানিয়েছে, মাইকোলাইভ অঞ্চলের আকাশে ১২টি ড্রোন এবং ওডেসায় দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

 

একুশে সংবাদ/বা.ট্রি/এসএডি

আন্তর্জাতিক বিভাগের আরো খবর