সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পবিত্র কাবা থেকে ৪ হাজার মুসল্লিকে গ্রেপ্তার

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:১৬ পিএম, ৩১ মার্চ, ২০২৪

পবিত্র রমজান মাসে নেতিবাচক আচরণের জন্য কাবা থেকে ৪ হাজার মুসল্লিকে গ্রেপ্তার করা হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে বিদেশিদের ভুয়া ওমরাহ’র প্রলোভন দেখানোর দায়ে ৩৫টি প্রতারক প্রতিষ্ঠানকে শনাক্ত এবং সেগুলো বন্ধ করে দিয়েছে দেশটির সরকার।

পবিত্র নগরী মক্কায় আগত মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এবং পবিত্র দুই মসজিদের কর্তৃপক্ষ আগে থেকে সতর্ক অবস্থান গ্রহণ করে। তারই অংশ হিসেবে ৪ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্ত্রণলায় এক নির্দেশনায় মুসল্লিদের আহ্বান জানিয়ে বলা হয়, কাবায় আসার বদলে তারা যেন হোটেলে নামাজের যে ব্যবস্থা রয়েছে সেখানে নামাজ আদায় করেন।

বছরের অন্যান্য সময়ের চেয়ে রমজানে কাবায় মুসল্লিদের ভিড় বৃদ্ধি পায়। বিশেষ করে রমজানের শেষ ১০দিনে মুসল্লিদের ঢল নামে। এ সময়টায় অনেকে ওমরাহ করার চিন্তা-ভাবনা করে থাকেন। ভিড় কমানোর জন্য মুসল্লিদের কিছু নির্দেশনা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

 

একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর