সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আর্জেন্টিনায় কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা

একুশে সংবাদ প্রকাশিত: ০২:১১ পিএম, ২৮ মার্চ, ২০২৪

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলি ৭০ হাজার সরকারি কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন। আগামী কয়েক মাসের মধ্যে এ ছাঁটাই শুরু হতে পারে। 

স্থানীয় সময় মঙ্গলবার বুয়েনস আইরেসে একটি অনুষ্ঠানে দেওয়া ভাষণে মাইলি এমনটি জানান।

কর্মী ছাঁটাইয়ের ঘোষণা ছাড়াও মাইলি গণ কর্মসূচি স্থগিত, প্রাদেশিক সরকারের কিছু ফান্ডিং বন্ধ ও প্রায় দুই লাখের বেশি সামাজিক কল্যাণ পরিকল্পনা বাতিল করার কথা জানান। এগুলোকে তিনি দুর্নীতিগ্রস্ত প্রকল্প হিসেবে আখ্যায়িত করেন।

আর্জেন্টিনার সরকারি কর্মী প্রায় ৩৫ লাখ। দেশটি বেশ কয়েক বছর ধরেই অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গত বছর দেশটির বার্ষিক মুদ্রাস্ফীতি ছিল ২১১ দশমিক ৪ শতাংশ।

এদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্টের চাকরি ছাঁটাইয়ের পরিকল্পনা জানানোর পর আন্দোলনে নেমেছে দেশটির শক্তিশালী শ্রমিক ইউনিয়নগুলো। গত মঙ্গলবার একটি ইউনিয়ন জানায়, তাদের অধীনে থাকা কিছু সরকারি কর্মী আন্দোলন শুরু করেছে।  

মাইলি বিভিন্ন জরিপের বরাত দিয়ে ভাষণে বলেছেন যে, আর্জেন্টাইনরা অর্থনীতির ভবিষ্যত সম্পর্কে আশাবাদী। সরকারের কঠোরতার ব্যবস্থা সত্ত্বেও সরকারের প্রতি জনগণের আস্থা বেড়েছে।

ভাষণে মাইলি বলেন, ‘জনগণ এখন সুড়ঙ্গের শেষে আলোর দেখা পাচ্ছে।’

 

একুশে সংবাদ/বিএইচ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর