সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সক্রিয় হলো ফেসবুক, ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রাম

একুশে সংবাদ প্রকাশিত: ১০:৪৭ পিএম, ৫ মার্চ, ২০২৪

সাময়িক সার্ভার ত্রুটির পর আবারও সচল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকার পর ফেসবুক, ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রাম চালু হয়।

মঙ্গলবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে দেশের বিভিন্ন জায়গা থেকে একযোগে ফেসবুক লাগ-আউট এবং সেশন আউট হয়ে যায় বলে অনেকে জানিয়েছেন। এরপর রাত ১০টা ২৩ মিনিটে আবারও সচল হয় ফেসবুক।

তবে কী কারণে এমন সমস্যা তৈরি হয়েছে তা জানা যায়নি। ফেসবুকের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

[430273]

এদিকে সচল হওয়ার পর থেকে ফেসবুক বন্ধ হওয়া নিয়ে একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছেন নেটিজেনরা। কেউ কেউ আবার হাসি ঠাট্টাও করছেন।

হাসিবুর রহমানে নামের একজন লিখেন, ‘কেমন ছিলেন সবাই? চিল গাইজ’    

হালিমা আক্তার রুনা নামের এক নারী লিখেন, ‘তারপর বলেন হঠাৎ ফেসবুক লগআউট হওয়াতে কার অনুভূতি কি? কে কয়বার ফোন restart দিলেন।’

এমডি রাসেল আহমেদ নামের একজন লিখেন, ‘কাজ রেখে বিয়ে খাইতে গেলে যা হয় আর কি। ফেসবুক ডাউন।’

 

একুশে সংবাদ/স.ই.প্র/জাহা
 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর