সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পালিয়ে ভারতে ঢুকে পড়ছে মিয়ানমারের সেনারা

একুশে সংবাদ প্রকাশিত: ১১:৪৪ এএম, ২০ জানুয়ারি, ২০২৪

বিদ্রোহীদের কাছে পরাজিত হয়ে ভারতে পালিয়ে আসছেন মিয়ানমারের সেনারা। এমন পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে সতর্ক করেছে মিজোরাম রাজ্য।  প্রতিবেশী দেশের সৈন্যদের দ্রুত ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করার জন্যও মোদি প্রশাসনের প্রতি অনুরোধ করেছে রাজ্যটি।

সরকারের সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রায় ৬০০ মিয়ানমারের সেনা ভারতে ঢুকে পড়েছে।  পশ্চিম মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী গোষ্ঠী  আরাকান আর্মির (এএ) কাছে পরাজিত হয়ে তারা মিজোরামের লংটলাই জেলায় আশ্রয় নেন। ওই সব সেনাদের আসামের রাইফেল ক্যাম্পে রাখা হয়েছে।

এ নিয়ে শিলংয়ে জরুরি বৈঠক করেছেন মিজোরামের মুখ্যম ন্ত্রী লালদুহোমা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  বৈঠকে মিয়ানমারের সেনা সদস্যদের দ্রুত প্রত্যাবাসনের প্রয়োজনীয়তার ওপর জোর দেয় মিজোরাম সরকার। 

পরে সাংবাদিকদের সঙ্গে মিজোরামের মুখ্যম ন্ত্রী বলেন, মানুষ মিয়ানমার থেকে আমাদের দেশে আশ্রয়ের জন্য পালিয়ে আসছে।  আমরা মানবিক কারণে তাদের সাহায্য করছি। মিয়ানমারের সৈন্যদের ভারতে এসে পড়ছেন। আগে আমরা তাদের আকাশপথে ফেরত পাঠাতাম। প্রায় ৪৫০ সেনা সদস্যকে ফেরত পাঠানো হয়েছে।


গত বছরের শেষ দিক থেকে মিয়ানমারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী সেনাদের বিরুদ্ধে হামলা জোরদার করে। তারা এরইমধ্যে সেনাদের হটিয়ে বেশ কয়েকটি সেনা শহর দখলে নিয়েছে। ২০২১ সালে মিয়ানমারে সেনা অভ্যুত্থান হয়। এরপর থেকে দেশটির শাসনভার সেনাবাহিনীর হাতে রয়েছে। 

 

একুশে সংবাদ/বিএইচ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর