সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভাইকে কিডনি দেয়ায় স্ত্রীকে তালাক

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২১ ডিসেম্বর, ২০২৩

নিজের অসুস্থ ভাইকে বাঁচাতে কিডনি দান করায় স্ত্রীকে তালাক দিয়েছেন তার সৌদি প্রবাসী স্বামী। ভারতের উত্তরপ্রদেশে এই হৃদয়বিদায়ক ঘটনাটি ঘটেছে। সামাজিক মাধ্যম হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই তালাক দেন স্বামী।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, অসুস্থ ভাইকে বাঁচাতে একটি কিডনি দান করার পরে স্ত্রীকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিন তালাক দেন ওই ব্যক্তি। তিনি সৌদি আরবে কাজ করেন এবং তার স্ত্রী উত্তরপ্রদেশের বাইরিয়াহি গ্রামে বাস করেন। ভুক্তভোগী ওই স্ত্রী তার একটি কিডনি দান করে ভাইকে বাঁচানোর সিদ্ধান্ত নেওয়ার পর ঘটনাটি প্রকাশ পায়। অসুস্থ ভাইকে বাঁচাতে তার এই মহৎ কাজটি যে তার সংসার ভাঙার কারণ হয়ে ওঠবে, এমনটি ওই নারী ভাবতেও পারেননি।

প্রতিবেদনে বলা হয়, ভাইকে কিডনি দেয়ার বিষয়টি মোবাইলে বার্তা পাঠিয়ে জানানোর পরপরই ওই স্বামী তাকে তিন তালাক দেন। তবে এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী।

অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে। মূলত ২০১৯ সালে ভারতে তিন তালাক প্রথাকে বেআইনি এবং অসাংবিধানিক ঘোষণা করা হয়।


একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

আন্তর্জাতিক বিভাগের আরো খবর