সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভিসা ছাড়াই চীন যেতে পারবে যে ৬ দেশের নাগরিক

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:২৫ পিএম, ২৪ নভেম্বর, ২০২৩

আগামী ডিসেম্বর মাস থেকে বিশ্বের ৬ দেশের নাগরিকেরা ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবেন। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে চালুর ঘোষণা দিয়েছে দেশটি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবিসি বলছে, এই সুবিধার আওতায় যুক্ত দেশগুলো হলো ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়া। ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত এই পরীক্ষামূলক সুবিধা থাকবে।

এই ৬ দেশের নাগরিকেরা সাধারণ পাসপোর্ট থাকলেই চীনে যেতে পারবেন। শুধু ভ্রমণের জন্য যাওয়া যাবে এমনটি নয়, চীনে ব্যবসায়িক কাজেও যেতে পারবেন এরা। ভিসা ছাড়া দেশটিতে থাকতে পারবেন সর্বোচ্চ ১৫ দিন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, পর্যটন খাত সচল রাখা ও চীনের উন্নয়নের অগ্রগতি বজায় রাখতে এই সিদ্ধান্ত।

বর্তমানে চীনে যেতে হলে ভিসা লাগে। তবে সিঙ্গাপুর ও ব্রুনেইয়ের নাগরিকদের ভিসা লাগে না। ভিসা ছাড়া দেশটিতে তারা ১৫ দিন থাকতে পারে।

এক ভিসায় যাওয়া যাবে উপসাগরীয় ৬ দেশেএক ভিসায় যাওয়া যাবে উপসাগরীয় ৬ দেশে
এর আগে চলতি মাসের প্রথম দিকে ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত জানায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন, কাতার, ওমান ও কুয়েত।

কেবল একটি টুরিস্ট ভিসা থাকলেই যাওয়া যাবে এই ৬ দেশে। এমন ঘোষণাই আসে দ্য গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) পক্ষ থেকে। এই জোটের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হয়।

এর আগে গত ২৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অর্থমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি ঘোষণা দেন, আগামী ২০২৪ সালের মধ্যেই সমন্বিত ভিসা সিস্টেম চালু হয়ে যাবে। সদস্য রাষ্ট্রগুলোর পর্যটন খাত আরও সমৃদ্ধ করতেই এই ভিসার ঘোষণা।
একুশে সংবাদ/এএইচবি/এস কে 


 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর