সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পাকিস্তানে ভারতীয় হাইকমিশনের প্রধান হচ্ছেন নারী কূটনীতিক

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ২৯ আগস্ট, ২০২৩

পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাইকমিশনের চার্জ ডি‍‍`অ্যাফেয়ার্স (সিডিএ) বা প্রধান হচ্ছেন গীতিকা শ্রীবাস্তব। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী পাকিস্তানে ভারতের মিশন প্রধান হিসেবে নিযুক্ত হলেন।

 

গীতিকা শ্রীবাস্তব বর্তমানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্দো-প্যাসিফিক বিভাগে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাকিস্তানে তিনি ডা. এম সুরেশ কুমারের স্থলাভিষিক্ত হবেন।

 

মঙ্গলবার (২৯ আগস্ট) হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানে অবস্থিত ভারতের হাইকমিশনে কোনো হাইকমিশনার নেই। ফলে হাই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ‍‍`চার্জ ডি‍‍`অ্যাফেয়ার্স‍‍`।

 

ইসলামাবাদে শেষ ভারতীয় হাইকমিশনার ছিলেন অজয় বিসারিয়া। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পরই ভারতের সাথে কূটনৈতিক স্টেটাস নামিয়ে এনেছিল পাকিস্তান। সেসময় অজয় বিসারিয়াকে প্রত্যাহার করা হয়েছিল।

 

পাকিস্তানে এর আগেও ভারতের নারী কূটনীতিকদের পাঠানো হয়েছে, তবে সর্বোচ্চ পর্যায়ে নয়। 

 

গেলো মাসে দিল্লিতে পাকিস্তানও একজন নতুন সিডিএ পাঠিয়েছে। আগের সিডিএ সালমান শরিফের স্থলাভিষিক্ত হয়েছেন সাদ আহমেদ ওয়ারাইচ।

 

একুশে সংবাদ/আ.ভ.প্র/জাহা

আন্তর্জাতিক বিভাগের আরো খবর