সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মিসরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ৪ মে, ২০২৩

মিসরের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় মরুভূমির এক মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে ভারী পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে।

 

বুধবার (৩ মে) বিকেলে প্রতিবেশী লিবিয়ার সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকা নিউ ভ্যালি প্রদেশের আসুইত-খাড়গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৪ মে) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

স্থানীয় চিকিৎসা ও নিরাপত্তা সূত্রগুলো বলেছে, রাজধানী কায়রো থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের নিউ ভ্যালি প্রদেশের আসুইত-খরগা মহাসড়কে বুধবার এই দুর্ঘটনা ঘটে। প্রদেশের সঙ্গে লিবিয়ার দীর্ঘ সীমান্ত রয়েছে।

 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ২৬টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। অ্যাম্বুলেন্সে করে আহতদের উদ্ধারের পর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

 

তবে, আসুইত-খরগা মহাসড়কে কীভাবে এই দুর্ঘটনা ঘটল সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

 

একুশে সংবাদ/আ.ট.প্র/জাহাঙ্গীর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর