সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভারতে বিবিসির বিরুদ্ধে মামলা করল ইডি

একুশে সংবাদ প্রকাশিত: ০২:১৯ পিএম, ১৩ এপ্রিল, ২০২৩

বৈদেশিক লেনদেনে অনিয়মের অভিযোগে ভারতে বিবিসির বিরুদ্ধে মামলা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিবিসির বিরুদ্ধে অভিযোগ তারা এফডিআইয়ের বিধি না মেনেই সেদেশে বিদেশি বিনিয়োগ এনেছেন। গোটা ঘটনার তদন্ত করছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এ মামলা দায়ের হয়েছে। খবর- হিন্দুস্তান টাইমস।

 

এর আগে গত ফেব্রুয়ারিতে আয়কর কর্তৃপক্ষের তদন্তের অংশ হিসেবে ভারতে বিবিসির অফিসে তল্লাশি চালানো হয়। এর আগে গুজরাটের দাঙ্গাকে কেন্দ্র করে বিবিসি নির্মিত তথ্যচিত্রে সমালোচনা করা হয় রাজ্যটির তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

 

বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইনের আওতায় কোম্পানির কিছু কর্মকর্তারা নথি ও বিবৃতি রেকর্ড করার জন্য বলেছিল ইডি। প্রতিবেদনে বলা হয়েছে, আইন লঙ্ঘনের জন্য বিবিসিতে তদন্ত করা হবে।

 

গত ফেব্রুয়ারিতে আয়কর কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা বিবিসির হিসাব-নিকাশ বইয়ে তারা অনিয়ম পেয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ভারতে আয়ের কিছু অংশ প্রকাশ করা হয়নি। করের কিছু অংশ ফাঁকি দেওয়া হয়েছে।

 

বিবিসি এখনো অভিযোগের বিষয়ে কোনো জবাব দেয়নি।

 

একুশে সংবাদ.কম/চ.ট.প্র/জাহাঙ্গীর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর