সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

তিউনিশিয়ায় নৌকাডুবে ১৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

একুশে সংবাদ প্রকাশিত: ১০:২৭ এএম, ১০ মার্চ, ২০২৩

তিউনিশিয়ার উপকূলের কাছে নৌকাডুবে ১৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।


প্রতিবেদনের তথ্যমতে, নৌকায় আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক ছিল। তারা ইতালিতে যেতে চেয়েছিলেন। নৌকাটি থেকে ৫৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

এদিকে সম্প্রতি তিউনিশিয়া এবং লিবিয়া হয়ে ইতালিগামী অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা বহুগুণ বেড়েছে। ইউরোপে উন্নত জীবনের আশায় বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।

 

উল্লেখ্য, গত বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অন্তত ২ হাজার ৮৩৬ জন মানুষ মারা গিয়েছিল। ২০১৪ সাল থেকে এই পথে অন্তত ২৫ হাজার মানুষ নিহত হয়েছেন।

একুশে সংবাদ/সম

আন্তর্জাতিক বিভাগের আরো খবর