সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ইতালিতে জাহাজডুবি, ৩৩ শরণার্থী নিহত

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩

ইতালিতে শরণার্থী বহনকারী একটি জাহাজডুবির ঘটনায় অন্তত ৩৩ জন মারা গেছেন। এরমধ্যে ২৭টি মৃতদেহ সমুদ্রতীরবর্তী রিসোর্ট স্টেকাতো ডি কুট্রোর তীরে ভেসে এসেছে এবং আরও তিনটি মৃতদেহ সাগরে পাওয়া গেছে।

 

দেশটির ক্যালাব্রিয়া অঞ্চলের পূর্ব উপকূলে ঘটনাটি ঘটেছে আর ক্রোটোন প্রদেশ থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইতালির সংবাদসংস্থা এ তথ্য প্রকাশ করেছে।

 

দেশটির  দমকল বাহিনী বিভাগ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছে, “অভিবাসীদের মধ্যে বেশ কিছু মৃতের খবর পাওয়া গেছে, তবে প্রায় ৪০ জন বেঁচে আছে।”

 

অ্যাডনক্রোনোস নিউজ এজেন্সি জানায়, “নৌকাটিতে ১০০ জনেরও বেশি লোক ছিল এবং প্রায় ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।”

 

ইরান, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে শরণার্থীদের নিয়ে আসা জাহাজটি খারাপ আবহাওয়ার পাথরের সঙ্গে ধাক্কা লাগে। ইতালীয় উপকূলরক্ষী, পুলিশ বাহিনী ও দমকলবাহিনী  ঘটনাস্থলে থাকায় তাদের মন্তব্যে পাওয়া যায়নি।

 

সমুদ্রপথে ইউরোপে প্রবেশের চেষ্টা করা লোকদের জন্য ইতালি অন্যতম প্রধান ল্যান্ডিং পয়েন্ট। কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় এই রুটটি বিশ্বের অন্যতম বিপজ্জনক হিসেবে পরিচিত।

 

একুশে সংবাদ/ই/এসএপি

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর