সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চীনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ‍নিহত ১৭

একুশে সংবাদ প্রকাশিত: ১১:৪৩ এএম, ৮ জানুয়ারি, ২০২৩

চীনে ঘন কুয়াশায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ২২ জন। রোববার (৮ জানুয়ারি) দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য জিয়াংশি প্রদেশে এ ঘটনা ঘটে।

 

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিজিটিএন এক প্রতিদবেদনে জানিয়েছে, চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ের নানচাং কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে দুর্ঘটনাটি কেন ঘটেছে তার কারণ জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।

 

এদিকে ঘটনার পরপরই নানচাং কাউন্টি ট্রাফিক পুলিশ বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘এই এলাকায় প্রচুর কুয়াশা রয়েছে। যার কারণে গাড়ি চালানো বাধাগ্রস্ত হতে পারে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

 

বিবৃতিতে বলা হয়েছে, ‘গাড়ি চালানোর জন্য প্রয়েোজনীয় দৃষ্টসীমা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে কুয়াশার কারণে। যার কারণে খুব সহজেই দুর্ঘটনা ঘটতে পারে। তাই ফগলাইট ব্যবহারে সতর্ক হন। ধীরে গাড়ি চালান, সাবধানে চালান এবং অন্য গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। দুর্ঘটনা এড়াতে ফুটপাত থেকে দূরে থাকুন এবং ঘনঘন লেন পরিবর্তন থেকে বিরত থাকুন।’

 

উল্লেখ্য, ট্রফিক আইন মেনে না চলার কারণে চীনে সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। গত মাসেই কুয়াশার কারণে দৃষ্টিসীমা ব্যাহত হওয়ায় কয়েকশ গাড়ির জট লেগে গিয়েছিল দেশটিতে। তারও আগে সেপ্টম্বর মাসে গুইঝৌ প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৭ জন নিহত হন।

 

একুশে সংবাদ/এসএপি

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর