সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সরকার উৎখাতে ষড়যন্ত্র জার্মানিতে গ্রেপ্তার ২৫

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:১২ পিএম, ৭ ডিসেম্বর, ২০২২

সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে জার্মানি জুড়ে অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

জার্মান সংবাদমাধ্যমের বরাতে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, অতি-ডানপন্থী এবং প্রাক্তন সামরিক ব্যক্তিত্বদের দল পার্লামেন্ট ভবন, রাইখস্ট্যাগে হামলা চালিয়ে ক্ষমতা দখলের পরিকল্পনা করেছিল।

 

খবরে বলা হয়, হেনরিখ ১৩ (রোমান ভাষায়), ৭১ নামে এক জার্মান নিজেকে রাজপুত্র হিসেবে উল্লেখ করে পুরো দলটির পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে ছিল বলে অভিযোগ করা হয়।

 

ফেডারেল প্রসিকিউটররা জানিয়েছেন, জার্মানির ১১টি রাজ্য থেকে গ্রেপ্তারদের মধ্যে দুজন কথিত রিংলিডার ছিলেন।

 

ষড়যন্ত্রকারীদের মধ্যে চরমপন্থি রাইখসবার্গার (রিখের নাগরিক) আন্দোলনের সদস্যরাও অন্তর্ভুক্ত রয়েছে। এরা দীর্ঘদিন ধরেই হিংসাত্মক হামলা এবং বর্ণবাদী ষড়যন্ত্র তত্ত্বের জন্য জার্মান পুলিশের নজরে রয়েছে। আধুনিক জার্মান রাষ্ট্রকে স্বীকৃতি দিতেও অস্বীকার করে এরা।

 

আনুমানিক ৫০ জন পুরুষ ও নারী এই গোষ্ঠীর অংশ ছিল বলে জানিয়েছে জার্মান প্রশাসন। এরা জার্মান প্রজাতন্ত্রকে ভেঙে ১৮৭১ সালের জার্মানির আদলে দ্বিতীয় রাইখ নামে একটি নতুন রাষ্ট্র প্রতিস্থাপন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

 

প্রসিকিউটর অফিসের এক মুখপাত্র বলেছেন, এই ষড়যন্ত্রকারী দলটির কোনো নাম এখনো জানতে পারিনি আমরা।

 

জার্মানির ডিপিএ নিউজ এজেন্সি জানায়, দেশটির বেশিরভাগ জায়গায় অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে দুজনকে অস্ট্রিয়া ও ইতালি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

 

একুশে সংবাদ/ডে.বা/পলাশ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর