সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কাতারে নতুন ভাইরাসের হানা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা জারি

একুশে সংবাদ প্রকাশিত: ১০:৪০ পিএম, ২৭ নভেম্বর, ২০২২

কাতার বিশ্বকাপে নতুন শঙ্কা জেগেছে। ক্যামেল ফ্লু নামে ভাইরাস ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যের দেশটিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে সতর্কতা জারি করেছে।

 

করোনা ভাইরাসের ধাক্কা সামলাতেই হিমশিম খেয়েছে বিশ্ব। এখনো সেই ক্ষতি কাটিয়ে ওঠতে পারেনি অনেক দেশ। এর মাঝেই নতুন এক ভাইরাস চোখ রাঙানি দিচ্ছে তাও বিশ্বকাপের দেশ কাতারে। নাম ক্যামেল ফ্লু।

 

মূলত উট থেকেই এই ভাইরাস মানুষের মধ্যে ছড়াচ্ছে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ উপলক্ষ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মধ্যপ্রাচ্যের দেশটিতে ভ্রমণ করছে ১২ লাখেরও বেশি মানুষ। আপাতত তাদের উটের সংস্পর্শে না আসার পরামর্শ দেয়া হয়েছে।

 

এখন পর্যন্ত ক্যামেল ফ্লুতে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ হাজার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে সতর্কতা জারি করেছে। তাদের দাবি এ ভাইরাসটি করোনার থেকেও বেশি সংক্রামক।

 

লন্ডন ভিত্তিক ওয়েবসাইট আইএলএফ বলছে, গেলো বছর সৌদি-কাতার সীমান্তে প্রথম এ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কারো মধ্যে ক্যামেল ফ্লু উপসর্গ দেখা দেয়া মাত্র আইসোলেশনে নেয়া হচ্ছে।

 

একুশে সংবাদ.কম/চ.ট/জাহাঙ্গীর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর