সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৮

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ৫ সেপ্টেম্বর, ২০২২

আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলে ভূমিকম্পে অন্তত আট জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। তাদের উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর রয়টার্সের।

 

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার (৫ সেপ্টেম্বর) ভোররাতে জালালাবাদ শহরের কাছে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়।

 

‘কানুর প্রদেশে রোববার রাতের ভূমিকম্পে আর্থিক ক্ষতি ও মানুষের প্রাণহানি হয়েছে,’ প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মৌলভী নাজিবুল্লাহ হানিফ বার্তা সংস্থা বখতারকে এমনটি বলেছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

 

দেশটির দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ নাসিম হাক্কানি জানান, প্রাথমিক প্রতিবেদনগুলোতে ৬ জনের মৃত্যু ও ৯ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছিল।

 

জুনে আফগানিস্তানে শক্তিশালী এক ভূমিকম্পে ১০০০ জনেরও বেশি মানুষের মৃত্যু ও বহু গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায়। দেশটি এখনও সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি।

 

একুশে সংবাদ.কম/জা.হা

আন্তর্জাতিক বিভাগের আরো খবর