সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নিউইয়র্কে বন্দুক হামলা: নিহত ১০

একুশে সংবাদ প্রকাশিত: ০১:০৩ পিএম, ১৫ মে, ২০২২

 

 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সুপার মার্কেটে বন্দুক হামলায় কমপক্ষে ১০ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের মধ্যে ১১ জনই কৃষ্ণাঙ্গ ব্যক্তি।

 

পুলিশ বলেছে, হামলাকারী সন্দেহে  এক কিশোর (১৮) কে আটক করা হয়েছে। হামলার সময় ওই কিশোর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও লাইভ করছিলেন বলেও জানিয়েছে পুলিশ। তবে কি উদ্দেশ্যে হামলা করা হয়েছে সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।  হামলাকারী উচ্চ ক্ষমতার একটি রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলাকারীর পড়নে সামরিক পোশাক ছিল। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছেন নিউইয়র্কের গভর্নর।

 

শহরটির মেয়র বাইরন ব্রাউন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি গভীর শোক ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই বলছে, এটি একটি সহিংস উগ্রবাদী কর্মকাণ্ড।  আমরা একে বিদ্বেষমূলক অপরাধ ও বর্ণবাদ-অনুপ্রাণিত সহিংস উগ্রবাদী ঘটনা উভয় আলোকেই তদন্ত করছি।

 

একুশে সংবাদ.কম/ই.ট/জা

আন্তর্জাতিক বিভাগের আরো খবর