সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শ্রীলঙ্কায় সরকারি সম্পদ ধ্বংসকারীদের গুলি করার নির্দেশ

একুশে সংবাদ প্রকাশিত: ১০:২২ পিএম, ১০ মে, ২০২২

মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কাউকে সরকারি সম্পত্তি লুটপাট বা মানবজীবনের ক্ষতি করতে দেখলে নিরাপত্তা বাহিনীকে গুলি করার নির্দেশ দেয়া হয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এই মন্ত্রণালয়ের প্রধান।

ডেকান হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ নির্দেশ দিয়েছে।

শ্রীলঙ্কার পরিস্থিতি বেগতিক হওয়ায় দেশজুড়ে কারফিউ ঘোষণা করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। এতে জনগণ আরো সহিংস হয়ে ওঠে। 


এর আগে সেনা ও পুলিশ বাহিনীকে জরুরি ক্ষমতা দেয় শ্রীলঙ্কান সরকার। এই ক্ষমতাবলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে নিরাপত্তা বাহিনী।

সরকারি নির্দেশনায় বলা হয়, সেনাবাহিনী কাউকে গ্রেপ্তার করলে পুলিশের কাছে হস্তান্তরের আগে ২৪ ঘণ্টা নিজেদের হেফাজতে রাখতে পারবে।

প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের ছোট ভাই প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পরোয়ানা ছাড়াই জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তারের ক্ষমতা দিয়েছেন নিরাপত্তা বাহিনীকে।


একুশে সংবাদ.কম/নব/ঢ/জা

আন্তর্জাতিক বিভাগের আরো খবর