সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাস-ট্রাক সংঘর্ষে মারা গেল ৪১ জন

একুশে সংবাদ প্রকাশিত: ১১:২১ এএম, ৪ আগস্ট, ২০২১

যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩৩ জন।এ ঘটনা ঘটেছে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে।খবর রয়টার্সের 


মঙ্গলবার দেশটির সেগু অঞ্চলের মহাসড়কে একটি যাত্রীবাহী বাস টায়ার পাঙচার হলে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় অপর দিক থেকে আসা পণ্য বোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হতাহত হয় বহু মানুষ।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছান উদ্ধার কর্মীরা । পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ।

দেশটির পুলিশ জানায়, অনেকেরই দেহ এমনভাবে পুড়ে গেছে যে তাদের চেনা যাচ্ছে না।এ ঘটনায় ৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৩ জন।

এর আগে (২ আগস্ট) আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রে জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে ৩৩ জন নিহত হন। 


একুশে সংবাদ / এস.এস 


 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর