সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কল্যাণীবাসী মুসলমানরা ঈদুজ্জোহার নামাজ পড়লেন 

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৩২ পিএম, ২১ জুলাই, ২০২১

ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জন্য বছরে দু’টি বড় উৎসব হলো পবিত্র ঈদ-উল-ফেতর এবং ঈদুজ্জোহা। করোনাকালীন পরিস্থিতিতে এবছরের ঈদ-উল-ফেতর পার হয়ে গিয়েছে। এরপর করোনা পরিস্থিতির মধ্যেই বুধবার ভারত বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হলো ঈদুজ্জোহা তথা ঈদ-উল-আজহা। 

ঈদ-উল-আজহা মানেই কুরবানির ঈদ। কারণ এই দিনে ধর্মপ্রাণ মুসলিমরা তাদের প্রিয় কোনও পশু বা প্রাণীকে কুরবানি তথা আল্লাহর উদ্দেশে উৎসর্গ করে থাকেন। এভাবেই তাঁরা আল্লাহর সন্তুষ্টি অর্জন চেষ্টা করেন। 

 উদার আকাশ পত্রিকার সম্পাদক ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের গবেষক ফারুক আহমেদ জানান, কোভিড বিধিনিষেধ মেনেই ২১ জুলাই ২০২১ বুধবার সকাল সাতটায় এবং সাড়ে সাতটায় কল্যাণী স্টেডিয়ামের সামনে ঈদ-উল-আজহা’র নামাজ অনুষ্ঠিত হয়। হয় দু’টি জামাত।। কল্যাণীর বাসিন্দা ধর্মপ্রাণ মুসলিম নাগরিকরা  নামাজে শামিল হওয়ার জন্য নির্দিষ্ট সময়ের আগেই সমবেত হন এবং ঈদ-উল-আজহা তথা কুরবানির ঈদের নামাজ আদায় করেন কোভিড বিধিনিষেধ মেনেই। 

নামাজে অংশগ্রহণের পর প্রচলিত রীতি মেনে সবাই পরস্পরকে ঈদ মুবারক জানিয়ে আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন।

 

একুশে সংবাদ/ফারুক/বর্না

আন্তর্জাতিক বিভাগের আরো খবর