সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিশ্বব্যাপী করোনা মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৩২ লাখ ২৭ হাজার

একুশে সংবাদ প্রকাশিত: ১১:৪৯ এএম, ৪ মে, ২০২১

করোনা মহামারির থাবায় বিশ্বজুড়ে সংক্রমণ ও প্রাণহানি অব্যাহত রয়েছে। ভয়াবহভাবে বেড়েই চলেছে ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে ১০ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ ৬৮ হাজার।

এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৫ কোটি ৪১ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ৩২ লাখ ২৭ হাজার। ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেড়েছে সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৬ লাখ ৫৬ হাজার ৭ জন, রাশিয়ায় ৪৮ লাখ ৩১ হাজার ৭৪৪ জন, যুক্তরাজ্যে ৪৪ লাখ ২১ হাজার ৮৫০ জন, ইতালি ৪০ লাখ ৫০ হাজার ৭০৮ জন, তুরস্কে ৪৯ লাখ ১২১ জন, স্পেনে ৩৫ লাখ ৪০ হাজার ৪৩০ জন, জার্মানিতে ৩৪ লাখ ৩৫ হাজার ৮৭৭ জন এবং মেক্সিকোতে ২৩ লাখ ৪৯ হাজার ৯০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ৫ হাজার ১৩০ জন, রাশিয়ায় এক লাখ ১১ হাজার ১৯৮ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৭ হাজার ৫৩৯ জন, ইতালিতে এক লাখ ২১ হাজার ৪৩৩ জন, তুরস্কে ৪১ হাজার ১৯১ জন, স্পেনে ৭৮ হাজার ২৯৩ জন, জার্মানিতে ৮৪ হাজার ২০ জন এবং মেক্সিকোতে ২ লাখ ১৭ হাজার ৩৪৫ জন মারা গেছেন।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর