সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পানি ও স্যালাইন মিশ্রিত নকল টিকা, আয় ২৭ লাখ ডলার

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ১৬ ফেব্রুয়ারি, ২০২১

কং, চীনের এই বাসিন্দা করোনার মহামারির সুযোগ নিয়ে আয় করেছেন লাখ লাখ ডলার। এবং সেটা কোনভাবেই সৎ উপায়ে নয়। নকল টিকা বানিয়ে তার আঙুল ফুলে কলাগাছ হয়েছে। নকল টিকার এই উৎপাদক কং গ্রেফতার হওয়ার পর জানালেন, পানি ও স্যালাইন দিয়ে নকল করোনা ভ্যাকসিন বানাতেন তিনি।

নিজের তৈরি টিকা বানানোর আগে সত্যিকারের টিকা প্যাকেজিং ডিজাইন নিয়ে রীতিমতো গবেষণা চালান। পরে ৫৮ হাজারের বেশি নকল টিকার ডোজ বানান তিনি। আসল প্রস্তুতকারকদের অভ্যন্তরীণ চ্যানেলগুলো ব্যবহার করে নকল এই টিকাগুলো বিক্রি করা হয়েছিল।

সেই টিকার একটি চালান বিদেশি পাচারও করেছে কং। কিন্তু কোথায় সেই চালান পাঠানো হয়েছে, তা জানা যায়নি। এর আগে একই ধরনের ঘটনায় আরও ৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ২০টির বেশি মামলা করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, কং ও তার দল গত বছরের আগস্টের দিকে সিরিঞ্জ বোতলের ভেতরে স্যালাইন ও মিনারেল পানি ভরে টিকা হিসেবে বাজারজাত করেন। এভাবে তারা ২৭ লাখের বেশি ডলার হাতিয়ে নেন। গত বছরের নভেম্বর মাসে নকল টিকার ৬০০ ডোজ হংকংয়ে পাঠানো হয়। 

একুশেসংবাদ/অমৃ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর