সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পরমাণু চুক্তির প্রতিশ্রুতি পূরণ করতে হবে ইরানকে : জো বাইডেন

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৫৯ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২১

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরানকে পরমাণু চুক্তির প্রতিশ্রুতি পূরণ করতে হবে।

সিবিএসের রোববার এক সাক্ষাতকারে বাইডেন বলেন, ইরানকে ফেরাতে অবরোধ স্থগিত করা না। ইরান যদি তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে তখন বাইডেনের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে।

ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রসহ চীন, রাশিয়া, জার্মানী, ফ্রান্স ও ব্রিটেন দীর্ঘ আলোচনা শেষে ২০১৫ সালে একটি চুক্তিতে পৌঁছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ২০১৮ সালে চুক্তি থেকে বেরিয়ে আসে এবং ইরানের ওপর অবরোধ আরোপ করে।

এর একবছর পর তেহরান চুক্তির গুরুত্বপূর্ণ অঙ্গীকার থেকে সরে আসে।

বাইডেন প্রশাসন চুক্তিতে ফেরার আগ্রহ প্রকাশ করেছে। তবে জোর দিয়ে বলেছে তেহরানকে আগে পুরোপুরিভাবে চুক্তির শর্ত মেনে চলা পুনরায় শুরু করতে হবে।

একুশে সংবাদ/ এ /এস
 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর