সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

করোনায় আর্থিক সহায়তা প্যাকেজ পাশে কাজ করছেন বাইডেন

একুশে সংবাদ প্রকাশিত: ০১:১৩ পিএম, ৬ ফেব্রুয়ারি, ২০২১

প্রেসিডেন্ট জো বাইডেন নতুন একটি বড় অংকের আর্থিক সহায়তা প্যাকেজ পাশে ‘দ্রুত কাজ’ করে যাচ্ছেন বলে জানিয়েছেন। ‘তিনি ১.৯ ট্রিলিয়ন ডলারের এ প্যাকেজের জন্য দ্বিপাক্ষিক সমর্থন চান। খবর এএফপি’র।

বাইডেন হোয়াইট হাউসে এক ভাষণে বলেন, মহামারী করোনার কারণে দেশে বহু লোক বেকার হয়ে পড়েছেন । এতে অনেক মানুষকে না খেয়ে থাকতে হচ্ছে। আমি বিশ্বাস করি আমেরিকার জনগণ এই মুহূর্তে সাহায্যের জন্য তাদের সরকারের দিকে তাকিয়ে রয়েছেন। সুতরাং আমি কাজ করে যাচ্ছি, এ ব্যাপারে আমি দ্রুত কাজ করছি।

বাইডেন বলেন, ‘তিনি ১.৯ ট্রিলিয়ন ডলারের এ প্যাকেজের জন্য দ্বিপাক্ষিক সমর্থন চান। আর এই প্যাকেজের আওতায় জাতীয়ভাবে করোনাভাইরাস ভ্যাকসিন দেয়ার লড়াইয়ে এবং আমেরিকানদের আর্থিক সহায়তা দিতে অর্থ বরাদ্দ করা হবে। এর আওতায় উদ্দীপনার বিভিন্ন চেকের এক হাজার ৪শ’ ডলার রয়েছে।’

বাইডেন বলেন, ‘এক্ষেত্রে ‘আমি রিপাবলিকান দলের সমর্থন আশা করছি। তবে তারা এ ব্যাপারে এগিয়ে না আসলেও আমি মনেকরি আমরা তা করবো।’

একুশে সংবাদ/ এ /এস
 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর