সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিশ্বে ছড়িয়ে পড়ছে নতুন ‘করোনা’

একুশে সংবাদ প্রকাশিত: ১১:৫৩ এএম, ২৭ ডিসেম্বর, ২০২০

যুক্তরাজ্যে নতুন করোনাভাইরাসটি বিশ্বের আরও কয়েকটি দেশে শনাক্ত হয়েছে। নতুন এই ভাইরাসটি পাওয়া গেছে কানাডা ও জাপানে।

স্পেন, সুইৎজারল্যান্ড, সুইডেন ও ফ্রান্সে যাদের শরীরে এই নতুন ভাইরাস শনাক্ত হয়েছে, তাদের সঙ্গে যুক্তরাজ্য থেকে আসা মানুষজনের সংস্পর্শের কারণ খুঁজে পাওয়া গেছে। খবর বিবিসির

তবে কানাডার অন্টারিওতে এক দম্পতির শরীরে এই ভাইরাস শনাক্ত হলেও, তারা কীভাবে আক্রান্ত হয়েছেন তা জানা যায়নি। তাদের অন্য দেশে ভ্রমণ বা ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সংস্পর্শে আসার ইতিহাস পাওয়া যায়নি।

এদিকে অনাবাসিক নাগরিকদের আগামী একমাসের জন্য দেশে আসা নিষিদ্ধ করে দিয়েছে জাপান। সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

যুক্তরাজ্য থেকে আসা পাঁচজন যাত্রীর শরীরে নতুন ধরনের করোনাভাইরাসটি শনাক্ত হয়েছে। এছাড়া আরও দুইজনের শরীরে ভাইরাসটি পাওয়া গেছে, যারা স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন।


বিজ্ঞানীরা বলছেন, যুক্তরাজ্যের কঠোর নজরদারী ব্যবস্থার কারণে হয়তো সেদেশে প্রথম নতুন ধরনের করোনাভাইরাস শনাক্ত হয়ে থাকতে পারে।


করোনাভাইরাসের এই নতুন মিউটেশনটি বেশি সংক্রামক হলেও বিজ্ঞানীরা বলেছেন, এটি অধিকতর বিপজ্জনক এমন কোন প্রমাণ এখনো পাওয়া যায়নি ।

 

একুশে সংবাদ/ঢ/এস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর