সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ফ্রান্সে মহানবীর (সা.) কার্টুন প্রদর্শনের নিন্দা জানালো সৌদি

প্রকাশিত: ০২:২১ পিএম, ২৭ অক্টোবর, ২০২০

মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে অপমান করে এমন ব্যঙ্গচিত্রের নিন্দা জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে ইসলামের সঙ্গে সন্ত্রাসবাদের কোনও সংযোগ স্থাপনের চেষ্টাও প্রত্যাখ্যান করেছে দেশটি। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক একটি সূত্রের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এই খবর প্রকাশ করেছে।

সূত্রটি জানিয়েছে, ইসলামকে সন্ত্রাসবাদের সঙ্গে সংযোগ স্থাপনের যেকোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করে সৌদি আরব এবং হিদায়াত ও শান্তির রাসুল মুহাম্মদ বিন আবদুল্লাহ (সা.) এবং অন্য যেকোনো নবী (আ.) এর আপত্তিকর কার্টুনের নিন্দা করে রিয়াদ।

এসপিএ জানিয়েছে, সৌদি আরব সব সন্ত্রাসী হামলা এবং এগুলোর জন্য দায়ীদের নিন্দা জানায় এবং ঘৃণা ও সহিংসতা উত্সাহিত করে এমন সব আচরণ ও কর্মকাণ্ড প্রত্যাখ্যান করে।

ফরাসি শিক্ষককে হত্যার পরে ক্রমবর্ধমান বিতর্কের মধ্যে এই বিবৃতি দিলো সৌদি আরব।

একুশে সংবাদ/আটি/এআরএম

আন্তর্জাতিক বিভাগের আরো খবর