সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিশ্বজুড়ে করোনা আক্রান্ত ৪ কোটি ছাড়িয়েছে

প্রকাশিত: ১০:৪২ এএম, ১৯ অক্টোবর, ২০২০

একদিনে নতুন করে ৩ লাখ ২৪ হাজার ৯২৭ জন শনাক্তের মধ্য দিয়ে বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ছাড়িয়েছে। এরইমধ্যে বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১১ লাখ ১৮ হাজার মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, একদিনে সারাবিশ্বে এই ভাইরাসে প্রাণ হারিয়েছে ৩ হাজার ৯৭১ জন।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে ভারতে। একদিনে সেখানে আক্রান্ত ৫৫ হাজার মানুষ আর প্রাণ হারিয়েছে ৫৭৮ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৭৫ লাখেরও বেশি আর মৃত্যু হয়েছে ১ লাখ ১৪ হাজারের বেশি মানুষের।

একদিনে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত প্রায় ৪৫ হাজার জন আর প্রাণ হারিয়েছে ৪৪৮ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮৩ লাখের বেশি আর মোট মৃতের সংখ্যা ২ লাখ ২৪ হাজারের বেশি।

ব্রাজিলে একদিনে আক্রান্ত ১১ হাজার মানুষ আর প্রাণ হারিয়েছে ২০০ জনের মতো। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৫২ লাখের বেশি আর প্রাণ হারিয়েছে ১ লাখ ৫৩ হাজারের বেশি।

একুশে সংবাদ/আই/এআরএম

আন্তর্জাতিক বিভাগের আরো খবর