সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

৬০০ কর্মীকে ছাঁটাই করল অ্যাপল

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:০৯ পিএম, ৫ এপ্রিল, ২০২৪

গাড়ি ও স্মার্ট ওয়াচের ডিসপ্লের প্রজেক্ট বাতিলের পর ৬০০ কর্মী ছাঁটাই করেছে অ্যাপল। এবারই বড় সংখ্যার কর্মী ছাঁটাই করলো জনপ্রিয় প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। খবর সিএনবিসি’র।

ক্যালিফোর্নিয়া কর্মসংস্থান উন্নয়ন বিভাগের তথ্যের বরাত দিয়ে মার্কিন এ গণমাধ্যম জানায়, চাকরি হারানো ঐ কর্মীরা ক্যালিফোর্নিয়ায় সান্টা ক্লারায় অবস্থিত অ্যাপলের আটটি আলাদা বিভাগে কাজ করতেন। ছাঁটাইয়ের বিষয়ে তাদের ২৮ মার্চ জানানো হয়।

এদিকে করোনা মহামারির সময় অন্যসব প্রযুক্তি প্রতিষ্ঠান বড় সংখ্যায় কর্মী ছাঁটাই করলেও অ্যাপলকে সেই হারে তার কর্মী ছাঁটাই করতে হয়নি। কারণ করোনাকালীন সময়ে আইফোনের বাজার ধীর গতিতে হলেও বেড়েছে।

কর্মী ছাঁটাইয়ের খবর আসার সপ্তাহ আগে দুইটি প্রকল্প বাতিল করে অ্যাপল। এর মধ্যে স্বয়ংক্রিয় বৈদ্যুতিক গাড়ির তৈরির প্রকল্প রয়েছে বলে জানা গেছে। চাকরি হারানো কর্মীরা মেশিন শপ ম্যানেজার, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার এবং প্রোডাক্ট ডিজাইন ইঞ্জিনিয়ার রয়েছেন। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

একুশে সংবাদ/এস কে

তথ্য-প্রযুক্তি বিভাগের আরো খবর