সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আকর্ষনীয় মূল্য ছাড়ে বিক্রি হচ্ছে আইফোন-১৪ প্রো

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:০১ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৩

আকর্ষনীয় মূল্য ছাড় চলছে আইফোন-১৪ প্রো’তে। করোনা মহামারির কারণে স্মার্টফোনের চাহিদায় ব্যাপক প্রভাব পড়ে। সেটি কাটিয়ে উঠার জন্যই এই মূল্য ছাড় দেয়া হয়েছে। ইতোমধ্যেই ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে মূল্য ছাড়ে বিক্রি করছে আইফোন-১৪ প্রো।

 

চীনের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে আইফোন-১৪ প্রো হ্যান্ডসেটগুলো ১০ শতাংশ মূল্য ছাড়ে বিক্রি করছে খুচরা বিক্রেতারা। জেডি.কম এবং সানিং বর্তমানে আইফোন-১৪ প্রো বেসিক মডেলটি ১ হাজার ৬২ ডলারে (৭১৯৯ ইউয়ান) বিক্রি করছে। যা অ্যাপলের ওয়েবসাইটে দেয়া দামের চেয়েও ৮০০ ইউয়ান কম।

 

বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান জেফ্রিসের বিশ্লেষক এডিসন লি একটি নোটে লিখেন, ‘সবচেয়ে বেশি বিক্রি হওয়া আইফোন-১৪ মডেলের স্মার্টফোনটির দাম কমানো মানে এই নয় যে স্মার্টফোনের চাহিদা বেড়েছে। এর পূর্বেও অনেক স্মার্টফোন ব্র্যান্ড দাম কমানোর পর বাজারের কোনো পরিবর্তন হয়নি।’

 

গবেষণা সংস্থা ক্যানালির তথ্যানুযায়ী, গত বছর চীনে স্মার্টফোন বিক্রি হয়েছে প্রায় সাড়ে ১৮ কোটি, যা দেশটির এক দশকের মধ্যে সর্বনিম্ন। গত বছরের চতুর্থ প্রান্তিকে বিক্রি কমেছে ১৪ শতাংশ। আর অ্যাপলের স্মার্টফোন বিক্রি কমেছে ২৪ শতাংশ।

 

উল্লেখ্য যে, করোনা ও রিয়েল এস্টেট ব্যবসায় সংকটের কারণে ২০২২ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ শতাংশে গিয়ে নামে।

 

একুশে সংবাদ.কম/চ.ট.প্র/জাহাঙ্গীর

তথ্য-প্রযুক্তি বিভাগের আরো খবর