সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

৫০ হাজার বছর পর আকাশে উঠবে ধূমকেতু, দেখা যাবে খালি চোখেও

একুশে সংবাদ প্রকাশিত: ১০:৪৫ পিএম, ৭ জানুয়ারি, ২০২৩

নতুন এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী বাসী। ৫০ হাজার বছর পর দেখা মিলছে নতুন এক ধূমকেতুর। যেটি কয়েক সপ্তাহের মধ্যে সূর্য এবং পৃথিবীকে প্রদক্ষিণ করবে। এ ধূমকেতু দেখা যাবে খালি চোখেও। খবর আল জাজিরা।

 

আগামী ১ ফেব্রুয়ারি পৃথিবীকে প্রদক্ষিণ করবে ধূমকেতুটি। যদি আকাশে চাঁদের আলোর খুব তীব্রতা না থাকে কিংবা শহরে লাইটের আলোর ঝলকানি না থাকে তাহলে এটি বাইনোকুলারের পাশাপাশি খালি চোখেও দেখা যাবে।

 

প্যারিসের একজন জ্যোতির্বিজ্ঞানী বার্তা সংস্থা এএফপিকে বলেন, পূর্ণিমার চাঁদের কারণে এ ধূমকেতু দেখা কঠিন হয়ে যেতে পারে। তবে ২১-২২ জানুয়ারি একটা সুযোগ রয়েছে।

 

এ ধূমকেতুর নাম দেওয়া হয়েছে C/2022 E3 (ZTF)। এটি গত বছরের মার্চে বৃহস্পতি গ্রহ অতিক্রম করবে।

 

ধূমকেতুটি উর্ট ক্লাউড থেকে এসেছে বলে মনে করা হয়। যা সৌরজগতের চারপাশে অবস্থিত একটি তাত্ত্বিক বিশাল গোলক যা রহস্যময় বরফের বস্তুর আবাসস্থল।

 

ধারণা করা হচ্ছে ধূমকেতুটি শেষবারের মতো পৃথিবী অতিক্রম করেছিল উচ্চ প্যালিওলিথিক সময়কালে, যখন নিয়ান্ডারথালরা পৃথিবীতে বিচরণ করে।

 

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, ধূমকেতুটিকে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ পর্যবেক্ষণ করবে। তবে ধূমকেতুটির ছবি তোলা হবে না। শুধু মাত্র গবেষণার কাজের জন্য ধূমকেতুটিকে পর্যবেক্ষণ করা হবে।

 

একুশে সংবাদ.কম/ডে.ই.প্র/জাহাঙ্গীর

তথ্য-প্রযুক্তি বিভাগের আরো খবর