সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নেপচুনের ঝকঝকে ছবি

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:০৬ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২২

নেপচুনের এক গুচ্ছ ছবি তুলে পাঠাল নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। ৩০ বছরে সৌরজগতের শেষ গ্রহটির এত সুস্পষ্ট, ঝকঝকে ছবি আর পাওয়া যায়নি।

 

জেমস ওয়েবের নতুন এ ছবিগুলো নিয়ে তাই মহাকাশ বিজ্ঞানীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

 

পৃথিবী থেকে নেপচুনের দূরত্ব ৪৩০ কোটি কিলোমিটার। পুরু বরফের চাদরে মোড়া গ্রহটিতে নতুন করে আলোকপাত করেছে জেমস ওয়েব।

 

টেলিস্কোপের ছবিগুলোতে নেপচুনের বলয়গুলো অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে। নেপচুনের বলয় সম্পর্কে বিজ্ঞানীদের আগ্রহ অনেক দিনের।

 

কিন্তু, উপযুক্ত প্রযুক্তির অভাবে এত দূরের গ্রহের চার দিকের বলয় ভালোভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হয়নি।

 

একুশে সংবাদ.কম/জা.হা

 

তথ্য-প্রযুক্তি বিভাগের আরো খবর