সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মোবাইল রিচার্জে সীমা বেধে দিল গ্রামীণফোন

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৩৪ পিএম, ২ জুলাই, ২০২২

 

দেশের মোবাইল অপারেটর শীর্ষ কোম্পানি গ্রামীণফোনের (জিপি) গ্রাহকরা এখন থেকে আর ২০ টাকার কম মোবাইল রিচার্জ (ফ্লেক্সিলোড) করতে পারবেন না। সকল গ্রাহকদের এসএমএস পাঠিয়ে এ তথ্য জানিয়ে দিচ্ছে গ্রামীণফোন।

 

শুক্রবার (১ জুলাই) থেকে এসএমএসের মাধ্যমে গ্রাহকদের এ তথ্য জানানো শুরু করেছে অপারেটরটি। পর্যায়ক্রমে সব গ্রাহককে এ বার্তা পৌঁছে দেবে তারা।

 

বাংলাদেশি টেলিকম অপারেটরদের মধ্যে গ্রামীণফোনই এই প্রথম মোবাইল রিজার্চে ন্যূনতম ২০টাকার সীমা নির্ধারণ করে দিলো। এর আগে গ্রামীণফোনের গ্রাহকদের সর্বনিম্ন রিচার্জের লিমিট ছিল ১০ টাকা।

 

গ্রামীণফোনের এসএমএসে জানানো হয়, এখন থেকে গ্রাহকরা ২০ টাকার কম রিচার্জ করতে পারবেন না। তবে এখনো ১৬ টাকা ও ১৪ টাকার মিনিট প্যাকেজগুলো কিনতে পারবেন। এছাড়া ২১ টাকা ও ২৯ টাকা রিচার্জ করে যেকোনো স্থানীয় নম্বরে দুদিন এবং তিনদিনের জন্য বিশেষ কল রেটের সুবিধাও উপভোগ করা যাবে।

 

একুশে সংবাদ.কম/জ.ন.জা.হা

তথ্য-প্রযুক্তি বিভাগের আরো খবর