সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ধেয়ে আসছে পৃথিবীতে শক্তিশালী সৌরঝড়, যোগাযোগ ব্যবস্থা বিপর্যয়ের আশঙ্কা

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:১১ পিএম, ২৪ এপ্রিল, ২০২২
ছবি: সংগৃহীত

বুধবার সকাল সাড়ে নয়টা নাগাদ এরকম একটি শক্তিশালী সৌরঝলক বা সোলার ফ্লেয়ার বেরিয়ে এসেছে সূর্য থেকে। এমনটাই জানিয়েছেন CESSI-র কোঅর্ডিনেটর ও অধ্য়াপক দীব্যেন্দু নন্দী। এর প্রভাব পড়তে পারে ভারত-সহ দক্ষিণ পূর্ব এশিয়া ও এশিয়া প্যাসিফিক অঞ্চলে।

সৌর পদার্থবিজ্ঞানের ভাষায় একে বলা হয় সৌরঝলক বা 'সোলার ফ্লেয়ার'। সূর্য থেকে ছুটে আসা এই হামলাকারীর দাপটে দুনিয়ার বিভিন্ন প্রান্তে উপগ্রহ যোগাযোগ ও জিপিএস সিস্টেমের উপরে প্রভাব ফেলতে পারে।এমনটাই জানিয়েছে সেন্টার ফর এক্সেলেন্স ইন স্পেস সায়েন্স ইন্ডিয়া।

কয়েক কোটি কিলোমিটার দূরে রয়েছে সূর্য। কখনও কখনও সেখান থেকে তীব্র বেগে প্রচুর শক্তিশালী কণা। এদের বলা হয় সোলার পার্টিক্য়াল। সৌরঝড়ের একটি কারণ হল এই সৌরঝলক। আমাদের পৃথিবীকে ঘিরে রয়েছে একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র। ওই শক্তিশালী সৌরকণাকে পৃথিবীতে ঢুকতে বাধা দেবে ওই চৌম্বকক্ষেত্র। এর ফলে একটি সংঘর্য তৈরি হবে। 

এজন্য যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে বলে মনে করছে বিজ্ঞানীরা।এই সৌরঝলকের প্রভাবে উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা, জিপিএস সিস্টেম, বিমান যোগাযোগ ব্যবস্থায় প্রভাব পড়তে পারে।

একুশে সংবাদ / জি24 / এস.আই

তথ্য-প্রযুক্তি বিভাগের আরো খবর