সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, আক্রান্ত ৩৪৪

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:১৭ পিএম, ৫ অক্টোবর, ২০২২

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৬৩ জন মারা গেলেন। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৪৬ জনে।

 

বুধবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৩৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ২ হাজার ১৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৫৫৫ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন। এ পর্যন্ত মোট ১৬ হাজার ৪২৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

 

সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনসহ এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬১ জন মারা গেছেন।

 

গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং মারা যান ১০৫ জন।

 

বিগত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দেন, এডিস মশা নিয়ন্ত্রণে করপোরেশনকে অবিলম্বে ব্যাপক ব্যবস্থা নিতে হবে।

 

 একুশে সংবাদ.কম/জা.হা

স্বাস্থ্য বিভাগের আরো খবর