সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রাজশাহীতে করোনা শনাক্তের হার ৬০.৪৯ শতাংশ 

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:০৬ পিএম, ২৪ জানুয়ারি, ২০২২
ছবি: সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি :রাজশাহীতে ২৪ ঘণ্টায় মোট ৩৬৭ জনের নমুনা পরীক্ষায় ২২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬০ দশমিক ৪৯ শতাংশ। রোববার রাজশাহী মেডিকেল কলেজ ও মেডিকেল কলেজ হাসপাতালের দুটি ল্যাবের নমুনা পরীক্ষায় এ তথ্য পাওয়া যায়।

রামেক হাসপাতাল পরিচালকের পাঠানো রিপোর্টে জানা যায়, রামেক হাসপাতালের ল্যাবে রোববার ৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৬ জনের পজেটিভ আসে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে ২৭৫ টি নমুনা পরীক্ষায় ১৭২ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।

 
এদিকে, গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনা পজেটিভ হয়ে এবং দুজন উপসর্গ নিয়ে মারা যান। বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি আছেন ৫১ জন রোগী। এর মধ্যে করোনা পজেটিভ রোগীর সংখ্যা ৩৫ জন।
           

 
একুশে সংবাদ/বাতেন/এইচআই
 

স্বাস্থ্য বিভাগের আরো খবর