সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বিভাগের করোনায় মৃত আরো ১৫

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:২৩ পিএম, ১৪ সেপ্টেম্বর, ২০২১

করোনায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি রোগীর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৫ জন, আট বিভাগে এটি সর্বোচ্চ মৃত্যু। এছাড়া এ বিভাগে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ হাজার ৭৪৭ জনের। মৃতের শতকরা হার ৪৩.৫০। অদ্যবধি দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৭ জনে। 

ঢাকা বিভাগে ২৪ ঘন্টায় ২১ হাজার ৪৫৪ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৪৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
অদ্যবধি বিভাগে শনাক্ত হয়েছে ৯ লাখ ৯৪৩ জন রোগী। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ১৫ লাখ ৩৪ হাজার ৪৪০ জন করোনা রোগী। 

আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একুশে সংবাদ/তাশা

স্বাস্থ্য বিভাগের আরো খবর