সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কুষ্টিয়ায় করোনায় আরও ১৯ জনের মৃত্যু

একুশে সংবাদ প্রকাশিত: ১০:৫২ এএম, ২৭ জুলাই, ২০২১

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ১৫ জন ও উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা করা হয় ৬৭৫ টি এবং করোনা শনাক্ত হয় ২৫৩ জনের। শনাক্তের হার ৩৭ দশমিক ৪৮ শতাংশ। 

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে সিভিল সার্জন কার্যালয় ও করোনা ডেডিকেটেড হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন বলেন,  মঙ্গলবার সকাল পর্যন্ত হাসপাতালে করোনা রোগী ভর্তি হয়েছেন ১৮২ জন। সব মিলিয়ে ২৫০ শয্যার করোনা ডেডিকেটেড এই হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৪১ জন এবং ৪১ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। 

এদিকে জেলার হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ অব্যাহত রয়েছে। বেশ কিছুদিন হাসপাতালের কোনো শয্যা ফাঁকা পাওয়া যাচ্ছে না। শয্যা সংকটের কারণে রোগীদের ঠাঁই হয়েছে বারান্দার মেঝেতে। সেখানেও পা ফেলার কোনো জায়গা নেই, গোটা হাসপাতাল এখন রোগীতে ঠাসা।

একুশে সংবাদ/ঢা/তাশা

স্বাস্থ্য বিভাগের আরো খবর