সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রামেকে আজ করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু

একুশে সংবাদ প্রকাশিত: ১১:৪৫ এএম, ২২ জুলাই, ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা সংক্রমণে ৭ জন ও উপসর্গে ১৫ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ১০ জন, নাটোরের ৬ জন, নওগাঁর ২ জন ও পাবনার ৪ জন ব্যক্তি রয়েছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৩১১ জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে দু’টি পিসিআর ল্যাবে মোট ১৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪৩ জনের করোনা পজিটিভ আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৭ দশমিক ০৪ শতাংশ।
 


 
একুশে সংবাদ/জ/বর্না

স্বাস্থ্য বিভাগের আরো খবর