সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নাটোর বাগাতিপাড়ায় করোনায় প্রথম মৃত্যু 

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ২২ জুন, ২০২১

করোনা আক্রান্ত হয়ে নাটোরের বাগাতিপাড়ার মাহমুদা সুলতানা ইতি (৩৫) নামে একজন মৃত্যু বরণ করেছেন। এটি এই উপজেলায় করোনায় প্রথম একজনের মৃত্যু।

মঙ্গলবার (২২ জুন) বিকেল সাড়ে ৩টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত মাহমুদা সুলতানা উপজেলার বড় বাঘা এলাকার মৌল্লিকপুর গ্রামের বাসিন্দা বাগাতিপাড়া সরকারি ডিগ্রি কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট কাননের স্ত্রী ও নূরপুর মালঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

পরিবার ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মাহমুদা ইতি গত ২০ জুন বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরিক্ষার জন্য নমুনা দিলে তার করোনা পজেটিভ রেজাল্ট আসে। পরে তার জ্বর ও শ্বাসকষ্ট বেরে গেলে তাকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া পরামর্শ দেন হাসপাতালের চিকিৎসক। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে রামেক এর করোনা ওয়ার্ডে ভর্তি করে পরিবারের লোকজন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফরিদুজ্জামান স্বচ্ছ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

 

একুশে সংবাদ/এস ইসলাম


 

স্বাস্থ্য বিভাগের আরো খবর