সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কানের ভেতর মাকড়সার বসবাস!

একুশে সংবাদ প্রকাশিত: ১১:৫৩ পিএম, ২৮ অক্টোবর, ২০২৩

কানের মধ্যে বেশ কিছুদিন ধরেই অস্বাভাবিক শব্দ শুনতে পাচ্ছিলেন বৃদ্ধা। অস্বস্তিতে ঘুমাতে পর্যন্ত পারছিলেন না তিনি। বারবার মনে হচ্ছিল, কিছু একটা যেন তার কানের ভিতর হেঁটে বেড়াচ্ছে।

 

ওই বৃদ্ধার বসবাস তাইওয়ানে। বিষয়টা বাড়তে থাকায় চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। ইএনটি ক্লিনিকে গিয়ে পরীক্ষা করান তিনি। এরপরই দেখা যায়, তার কানের ভেতরে হেঁটে বেড়াচ্ছে আস্ত মাকড়সা।


তাইওয়ানের মিউনিসিপ্যাল হাসপাতাল থেকে একটি কেস রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ওই বৃদ্ধা ৪ দিন ধরে অস্বস্তিতে ভুগছিলেন। এরপরই ক্লিনিকে যান। পরীক্ষা করে দেখা যায় ছোট আকারের মাকড়সা হাঁটছে কানের ভিতর। সেটিকে বের করে আনা হয়েছে বলেই জানিয়েছে ওই হাসপাতাল।


চিকিৎসক তেংচিন ওয়াং জানিয়েছেন, মাকড়সাটি আকারে ছোট হওয়ায় কোনো ব্যথা অনুভব করেননি ওই বৃদ্ধা। ওহিও ইউনিভার্সিটির এক অধ্যাপক জানিয়েছেন, সম্ভবত আত্মরক্ষার জন্যই কানের ভিতর আশ্রয় নিয়েছিল মাকড়সাটি।


জানা গেছে, এমনভাবে কান থেকে বের করা হয়েছে মাকড়সাটিকে, এতে কানের কোনো ক্ষতি হয়নি।

 

একুশে সংবাদ/ডে.বা/না.স

ফিচার বিভাগের আরো খবর