সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মধ্যরাত থেকে বাড়তে পারে শীতের তীব্রতা

প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ১২ জানুয়ারি, ২০২১

মধ্যরাত সকাল পর্যন্ত থেকে দেশের সব অঞ্চলে শীত ও কুয়াশা বাড়বে বলে পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া অস্থায়ীভাবে অংশকি মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। উত্তর-পশ্চিমাঞ্চলে কুয়াশা দুপুর পর্যন্ত থাকতে পারে।

এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য কোনো সতর্কবার্তা নেই।

আবহাওয়া অফিস জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

একুশে সংবাদ/সটি/এআরএম

পরিবেশ বিভাগের আরো খবর