সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

একাধিক বিয়ে কর অন্যায় নয়: শ্রাবন্তী

একুশে সংবাদ প্রকাশিত: ১২:১০ পিএম, ২৯ মে, ২০২৩

দীর্ঘ ২২ বছরের দাম্পত্যে ইতি টেনে সংসার পেতেছেন নতুনভাবে বলিউড অভিনেতা আশিষ বিদ্যার্থী। ২৫ মে রুপালি বড়ুয়াকে বিয়ে করেন আশিষ। তার পর থেকেই দফায় দফায় কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে তাকে।

 

তার বয়স ৫৭ বছর। এই বয়সে নতুনভাবে কিছু শুরু করার কথা হয়তো অনেকে ভাবতেই পারেন না। সেখানে নতুন করে জীবনকে সাজানোর ভাবনা ভেবেছেন।

 

তেমনিভাবে একাধিক বিয়ে ও ব্যক্তিগত সম্পর্কের জন্য বারবার দর্শকের কটাক্ষের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাই আশিষের এই পরিস্থিতিতে মুখ খুলেছেন শ্রাবন্তী?

আশিষ

কেউ যদি একাধিক বিয়ে করে, নতুন করে জীবন শুরু করতে চান, সেই ভাবনা কী অন্যায়; ঠিক এমনই এক প্রশ্ন ছিল শ্রাবন্তীর কাছে।

 

এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অভিনেত্রী বলেন, ‘আমি নিজের শর্তে বাঁচি। আর অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে তারাই চর্চা করেন, যাদের জীবনে ফাঁকা সময় অনেক।’

 

নায়িকা আরও বলেন, ‘তার খারাপ সময় তো পাশে দাঁড়িয়ে কেউ সাহায্য করেনি। তা হলে সে যদি ভালো থাকার চেষ্টা করেন, তা হলে অন্যজনের এত সমস্যা কীসের? উনি ভালো থাকতে চেয়েছেন। এটা তো অন্যায় নয়। খুব ভালো যে, ৫৭ বছর বয়সে নতুনভাবে জীবন শুরু করার কথা ভেবেছেন। আমাদের তো প্রশংসা করা উচিত।’

 

একুশে সংবাদ/এসএপি

বিনোদন বিভাগের আরো খবর