সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মিস ইউনিভার্স জিতলেন যুক্তরাষ্ট্রের আর’বনি

একুশে সংবাদ প্রকাশিত: ১১:৫৭ এএম, ১৫ জানুয়ারি, ২০২৩

মিস ইউনিভার্সের খেতাব জিতে নিলেন যুক্তরাষ্ট্রের মিস ইউএসএ আর‍‍`বনি গ্যাব্রিয়েল। ৮৩ জন প্রতিযোগী নিয়ে ৭১তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্সের নিউ অরলিন্স মরিয়াল কনভেনশন সেন্টারে। তাকে মুকুট পরান ভারতের মিস ইউনিভার্স ২০২১ হারনাজ সান্ধু।

 

মিস ইউএসএ 2022 এবং মিস ইউনিভার্স 2022 আর‍‍`বনি গ্যাব্রিয়েল একজন ফ্যাশন ডিজাইনার, মডেল এবং সেলাই প্রশিক্ষক হিসেবে কাজ করেন। নিজের পোশাকের স্টার্টআপ R‍‍`Bonney Nola-এর সিইও তিনি। মিস ভেনিজুয়েলা আমান্ডা দুদামেল এবং মিস ডোমিনিকান রিপাবলিক আন্দ্রেনা মার্টিনেজ প্রথম এবং দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন।

মিস ইউনিভার্স জিতলেন যুক্তরাষ্ট্রের আর’বনি

 

চূড়ান্ত প্রশ্ন যা মিস ইউএসএ ২০২২-এর জেতার পথ মসৃণ করেছিল তা হল, ‘যদি আপনি মিস ইউনিভার্স জেতেন তাহলে কীভাবে একটি ক্ষমতায়ণ ও প্রগতিশীল সংস্থা হিসেবে কাজ করবে?’

 

যার জবাবে গ্যাব্রিয়েল জানান, ‘আমি একজন সমাজ পরিবর্তনকারী নেতা হতে চাই। ১৩ বছর ধরে আমি সেলাই-শিল্পের সঙ্গে যুক্ত। দূষণ কমাতে আমি নিজের কাজে পুনর্ব্যবহৃত উপকরণকে ব্যবহার করি। মানব পাচার এবং গার্হস্থ্য হিংসে থেকে বেঁচে আসা মহিলাদের আমি সেলাইয়ের ক্লাস দেই। কারণ আমি বিশ্বাস করি অন্যের উপর, তোমার সম্প্রদায়ের উপর বিনিয়োগ করলে তবেই বদল আসবে। আমাদের সবার মধ্যে কিছু বিশেষ গুণ রয়েছে। আর যখন সেটাকেই ছড়িয়ে দেই, তখনই পরিবর্তন আসে।’

 

একুশে সংবাদ/এসএপি

বিনোদন বিভাগের আরো খবর