সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

অবাঞ্ছিত লোম তুলতে ওয়াক্সিং করতে হয়েছিল অর্জুনের বোন অংশুলাকে!

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:১০ পিএম, ২০ অক্টোবর, ২০২২

হরমোনজনিত সমস্যায় ভুগছিলেন বলিউড অভিনেতা অর্জুন কপূরের বোন অংশুলা কপূর। যার জেরে অল্প বয়সে তাঁর মুখে লোম দেখা গিয়েছিল। বেড়ে গিয়েছিল ওজন। এমনকি, ঋতুস্রাবের সময় অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছে তাঁকে। অতীতের সেই অভিজ্ঞতার কথাই রাখঢাক না করে সমাজমাধ্যমে তুলে ধরলেন প্রযোজক বনি কপূরের কন্যা।

 

‘পলিসিস্টিক ওভারি সিনড্রোম’-এ ভুগছিলেন অংশুলা। মাত্র ১৪ বছর বয়সে এই সমস্যায় জেরবার হন তিনি। সেই দিনগুলো তাঁর কাছে কতটা কঠিন ছিল, সেই কাহিনিই সম্প্রতি তুলে ধরেছেন অর্জুনের বোন। এই সমস্যার জন্য তাঁর মুখে লোম ছিল। তখন তিনি দশম শ্রেণিতে পড়তেন। সমস্যা মোকাবিলায় ওই বয়সে মুখের অবাঞ্ছিত লোম তুলতে ওয়াক্সিং করতে হয়েছিল অংশুলাকে। তাঁর কথায়, ‘‘ঋতুস্রাব খুব অনিয়মিত হত এবং যন্ত্রণাদায়ক ছিল।’’

 

ইনস্টাগ্রামে এ নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছেন বনি-কন্যা। এই প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘‘১৪ বছর বয়সে পলিসিস্টিক ওভারি সিনড্রোম-এ ভুগছিলাম। এখন বড় হয়ে বুঝতে পারি, এটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু সেই সময় এটা নিয়ে কোনও কথা হত না। আমার মনে হত, আমিই মনে হয় এক মাত্র এই সমস্যায় ভুগছি।’’ এর পরই ভক্তদের উদ্দেশে অংশুলা বলেছেন, ‘‘চলুন এটা নিয়ে আলোচনা করি। আপনি যদি এই সমস্যায় ভোগেন, তা হলে বলুন কী কী উপসর্গ রয়েছে। কী ভাবে সামলাচ্ছেন?’’

একুশে সংবাদ/ আ.বা/ রখ

বিনোদন বিভাগের আরো খবর