সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মুক্তি পাচ্ছে ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’ সিনেমা

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ২৮ এপ্রিল, ২০২২
ছবি: সংগৃহীত

একুশে সংবাদ: এখলাস আবেদিন চিত্রপরিচালক ঢাকাই সিনেমার একজন ব্যতিক্রমধর্মী পরিচালক। সিনেমা পরিচালনার পাশাপাশি তিনি একজন চিত্রনাট্য লেখক, গীতিকার ও সুরকার। 

২০১৬ সালে ‘ভালোবাসাপুর’ নামক একটি সিনেমা দিয়ে চিত্রজগতে তার যাত্রা শুরু। এখন গল্প, গান আর সিনেমা নির্মাণ নিয়ে ব্যস্ততা তার। বর্তমানে ট্যাবু নামের একটি সিনেমার চিত্রনাট্য শেষ করেছেন। তিনি জানান, তার পরিচালিত ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’ সিনেমা শিগগিরই মুক্তি পাচ্ছে। এরইমধ্যে ছবিটির হল বুকিং শুরু হয়েছে।

ছবি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আমার ছবিটি একটি থিয়েটিরিয়াল সিনেমা। গল্পটি বুঝতে হলে পুরো সিনেমা দেখতে হবে। জাতির পিতাকে নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। ১৯ আগস্ট মুক্তি দেয়ার ইচ্ছে আছে। 

ভালোলাগার বিষয় এখন অনেক কাজ হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে। আমি যখন সিনেমাটির গল্প লেখা শেষ করি ও শুটিং শুরু করি তখন কিন্তু কেউ বঙ্গবন্ধুকে নিয়ে কাজ শুরু করেনি। 

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, শর্মিমালা, রিয়াজ, সোহানা সাবা, ফজলুর রহমান বাবু, মাসুম আজিজ, সুব্রত, সুজাতা, বড়দা মিঠু প্রমুখ।

একুশে সংবাদ/জ/রখ

বিনোদন বিভাগের আরো খবর