সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সোনু সুদ ২২ করোনা রোগীর প্রাণ বাঁচালেন

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৩৪ পিএম, ৫ মে, ২০২১

বলিউড অভিনেতা সোনু সুদ করোনা মহামারির এ দুস্ব সময়ে মানবিক কাজে মন দিয়েছেন ।  করোনা রোগীদের জন্য কাজ করছেন তিনি ও তার টিম। করোনা থেকে মানুষকে মুক্ত করতে দিনরাত কাজ করছেন এ অভিনেতা।

সোমবার (৩ মে) রাতে বেঙ্গালুরুর আরাক হাসপাতাল থেকে জরুরি ফোন আসে সোনু সুদের টিমের কাছে। জানানো হয় অক্সিজেন সংকটের কথা। ততক্ষণে মারা যান ২ জন করোনা রোগী। খবর পেয়ে দ্রুত মাঠে নামে টিম সোনু সুদ। দ্রুতই ব্যবস্থা করেন ১৫টি অক্সিজেন সিলিন্ডার। প্রাণে বাঁচে ২২ জন করোনা রোগী।

ভারতীয় গণমাধ্যমকে সোনু বলেন, ‘আমরা দেশবাসী পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। ফোন পাওয়ামাত্রই আমরা সমস্যা সমাধানে নেমে যাই। অন্যকিছু না ভেবে সারারাত শুধু হাসপাতালটির কথা ভেবেছি। যে করেই হোক অক্সিজেন সংগ্রহ করাই ছিল আমাদের মূল টার্গেট। যারা আমাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের কৃতজ্ঞতা।’

তিনি আরও বলেন মানুষকে সাহায্য করতে পেরে অনেক ভালো লাগে । তাই যে করেই হোক চালিয়ে জাবো এই কাজ যত দিন পারবো ।


একুশে সংবাদ/স/ব

বিনোদন বিভাগের আরো খবর