সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ না করে অনলাইনে পাঠদানের পরামর্শ

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:০৯ পিএম, ২৩ এপ্রিল, ২০২৪

সারাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ায় এবং সরকার হিট অ্যালার্ট জারি করায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ফের বন্ধ না করে অনলাইনে শ্রেণির কার্যক্রম পরিচালনা করার পরামর্শ দিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।

মঙ্গলবার (২৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেন সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ায় এবং সরকার হিট অ্যালার্ট জারি করায় দেশের সব স্কুল কলেজ মাদ্রাসা ৭ দিনের জন্য বন্ধ করার দাবি জানায় অভিভাবক ঐক্য ফোরাম। পরে সরকার ২৭ এপ্রিল পর্যন্ত সব স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ করে দেয়। কিন্তু আবার কোথাও কোথাও অতি তীব্র তাপপ্রবাহ বহমান থাকায় স্বাস্থ্য মন্ত্রণালয় আরও এক সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার পরামর্শ দিয়েছে।

এ অবস্থার প্রেক্ষিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় এবং হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনার পরামর্শ দিচ্ছেন অভিভাবকরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিভাবকরা মনে করেন, অনলাইনে শ্রেণির কার্যক্রম পরিচালনায় বন্ধের সময়ের শিক্ষার ঘাটতি পূরণে অনেকটাই সহায়ক হবে।

 

একুশে সংবাদ/যু.র/সা.আ

 

শিক্ষা বিভাগের আরো খবর