সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভিকারুননিসায় ১৬৯ শিক্ষার্থীর জায়গায় অপেক্ষমাণদের ভর্তির নির্দেশ

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:১২ পিএম, ৬ মার্চ, ২০২৪

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণিতে ভর্তি বাতিল হওয়া ১৬৯ শিক্ষার্থীর জায়গায় অপেক্ষমাণ তালিকা থেকে আগামী ৭ দিনের মধ্যে শিক্ষার্থী ভর্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৬ মার্চ) এ নির্দেশ দেন হাইকোর্ট।

এর আগে স্কুল শাখার প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করে কর্তৃপক্ষ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) নির্দেশনার পরিপ্রেক্ষিতে এসব শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়। তারা সবাই ২০২৪ সালে ভর্তি হয়েছিল।

শিক্ষাপ্রতিষ্ঠানের চারটি শাখায় প্রথম শ্রেণিতে বিধিবহির্ভূতভাবে ভর্তি হওয়া ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করতে গত ২৭ ফেব্রুয়ারি এক স্মারকে নির্দেশনা দেয় মাউশি। এরপর সোমবার (৪ মার্চ) ভর্তি বাতিল করা হয় জানিয়ে মাউশিতে চিঠি পাঠান ভিকারুননিসার অধ্যক্ষ।

[429458]

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মাউশি মহাপরিচালকের নির্দেশনাসংবলিত ওই চিঠি দাখিল করা হয়। ওইদিন শুনানি নিয়ে হাইকোর্ট মাউশির ওই সিদ্ধান্ত বাস্তবায়ন বিষয়ে হলফনামা আকারে শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে আজ ( ৬ মার্চ) আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।


একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
 

শিক্ষা বিভাগের আরো খবর