সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নিবন্ধন ও একাডেমিক স্বীকৃতি ছাড়া কোনো প্রাথমিক বিদ্যালয় চলবে না

একুশে সংবাদ প্রকাশিত: ০১:৪৫ পিএম, ৭ সেপ্টেম্বর, ২০২৩

নিবন্ধন ও একাডেমিক স্বীকৃতি ছাড়া কোনো প্রাথমিক বিদ্যালয় চলবে না। এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে নির্দেশনা জারি করা হবে। এখন যেসব প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেগুলোকেও নিবন্ধন নিতে হবে।

 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

 

বর্তমানে যে স্কুলগুলো আছে তার মাত্র ১০ শতাংশ নিবন্ধিত। বাকি ৯০ শতাংশ অনিবন্ধিত। অনিবন্ধিত এসব শিক্ষা প্রতিষ্ঠানকে নিবন্ধন নেওয়ার জন্য তিন মাস সময় দেওয়া হবে।

 

তিনি বলেন, দেশে এখন সাক্ষরতার হার ৭৬ দশদিক ৮ শতাংশ। তবে দেশের ২৩ দশমিক ২ শতাংশ জনগোষ্ঠী এখনো সাক্ষর করতে পারে না। তাদের সাক্ষরতার আওতায় আনতে সরকার কাজ করছে।

 

জাকির হোসেন  বলেন, গত ১৪ বছরে উপানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে ১ কোটি ৮০ লাখ নিরক্ষর লোক সাক্ষর করতে শিখেছে।  এ সংখ্যা বাড়াতে উপানুষ্ঠানিক শিক্ষা আইনের আওতায় দেশের সুবিধাবঞ্চিত নিরক্ষর লোককে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কাজ করছে সরকার।

 

একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা

শিক্ষা বিভাগের আরো খবর